ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়াকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে পৌঁছে গেছে ভারত।
১৮ জুন লর্ডসে শুরু হতে যাওয়া ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
তবে আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ইনিংস ও ২৫ রানের ব্যবধানে জয়ের পর ভারতের কোচ রভি শাস্ত্রী জানান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ব্যাপারে ভাবেইনি স্বাগতিকরা।
‘আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভাবিইনি। আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলাম এবং পরে এমন সময় পয়েন্টের বদলে শতাংশ বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয় যখন আমরা খেলছিলাম না। এখন আমরা ৫২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছি এবং ফাইনাল খেলাটা আমাদের প্রাপ্য’, বলেন ভারতের কোচ।
প্রথম টেস্ট হেরে সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। কিন্তু সেখান থেকে পরের তিন টেস্টে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েই সিরিজ জিতেছে তারা। এমন পারফরম্যান্সে শিষ্যদের প্রশংসাই করলেন শাস্ত্রী।
‘সিরিজ জেতার অনুভূতি দারুণ। তরুণদের এমন কঠিন পরিস্থিতিতে ভালো করতে দেখাটা সন্তোষজনক। ৩-১ ব্যবধান ঠিক প্রকাশ করে না সিরিজটিতে কত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ঠিক আমরা ইংল্যান্ডে যে সিরিজটি ৪-১ ব্যবধানে হেরেছিলাম সেটির মত। ইংল্যান্ড সুযোগ পেয়েছিল এবং তারা সেগুলো নিতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত’, বলেন শাস্ত্রী।