বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুমরাহ পার্থক্য গড়ে দিতে পারেন, বললেন বোর্ডার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ ডিসেম্বর, ২০২০ ১১:৫৫

দুই দলের ২২ ক্রিকেটারের মধ্যে সিরিজের ‘ইমপ্যাক্ট’ প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার বেছে নিয়েছেন জাসপ্রিত বুমরাহকে। তার মতে এই পেইসার সিরিজের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবেন।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ। বোর্ডার-গাভাস্কার ট্রফি নামে খ্যাত সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যাডেলেইডে। ডে-নাইট এই ম্যাচ দিয়ে চার টেস্টের সিরিজে মুখোমুখি হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হচ্ছে ম্যাচ।

এখনও একাদশ ঘোষণা না করলেও, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায় জো বার্নস নিশ্চিত ভাবেই খেলছেন এই টেস্ট। তার সঙ্গে ম্যাথিউ ওয়েডকে দেখা যেতে পারে ওপেনিং জুটিতে।

দুই দলের ২২ ক্রিকেটারের মধ্যে সিরিজের ‘ইমপ্যাক্ট’ প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার বেছে নিয়েছেন জাসপ্রিত বুমরাহকে। তার মতে এই পেইসার সিরিজের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবেন।

নিজেকে বুমরাহর ফ্যান উল্লেখ করে বোর্ডার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, ‘সে যদি নিজেকে ফিট রাখে তাহলে সে ভারতের হতে ম্যাচ জেতাতে পারে। অস্ট্রেলিয়ার পিচে বাউন্সের সঙ্গে মুভমেন্টও থাকে যার কারণে বুমরাহ চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।’

২০১৮-১৯ মৌসুমে ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জয় করে। ওই সিরিজে চার টেস্ট ২১ উইকেট নেন বুমরাহ। এবারও তেমনটা করতে সক্ষম এই পেইসার এমনটাই অভিমত বোর্ডারের। তিনি যোগ করেন, ‘ব্যাটিং লাইনআপ যদি যথেষ্ট রান সংগ্রহ করতে সক্ষম হয় তাহলে, একটা টেস্ট ম্যাচ জিততে ২০ উইকেট প্রয়োজন। এখানেই বুমরাহ অবদান রাখতে পারে।’

তবে, ভিরাট কোহলির না থাকাটা কিছুটা হলেও ভারতের জন্য নেতিবাচক এমনটা মনে করেন বোর্ডার। প্রথম টেস্ট খেলেই কোহলি প্রথম সন্তানের জন্ম উপলক্ষে ভারত ফিরে যাবেন। এই প্রসঙ্গে টেস্ট ক্রিকেটে একসময়কার সর্বোচ্চ রান সংগ্রাহক বোর্ডার বলেন, ‘এটা ঠিক, তার অনুপস্থিতি ভারতের ব্যাটিং লাইন আপে বিরাট শূন্যতা তৈরি করবে। আমার মতে তিন টেস্ট ম্যাচে তাকে বল করতে হবে না এই বিষয়টা উপভোগ করবে অজিরা।’

ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে ভারত। কোহলি নেতৃত্বে একাদশের অন্যান্যরা হলেন: মায়াঙ্ক আগারওয়াল, পৃথভি শ, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমা ভিহারি, ঋদ্ধিমান সাহা, রভিচন্দ্রন আশউইন, উমেশ ইয়াদাভ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

এ বিভাগের আরো খবর