ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে না এটি মঙ্গলবার রাতে জানায় বোর্ড। এরপর তারা প্রকাশ করে সিরিজের সূচি।
এই সিরিজ দিয়েই ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। মার্চে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে টাইগাররা।
১০ জানুয়ারি দেশে আসছে উইন্ডিজ। ১৮ জানুয়ারি বিকেসপিতে একটি ওয়ানডে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা।
২০ তারিখ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওডিআই। এরপর দুই দল যাবে চট্টগ্রামে।
২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। একই ভেন্যুতে ৩ ফেব্রুয়ারিতে থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।
তার আগে ২৮-৩১ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আবারও ঢাকায় ফিরবে দুই দল। ১১ ফেব্রুয়ারি মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনুরোধে সিরিজ থেকে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ বাদ দেয়া হয়েছে।