বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০ বছর আগের জায়গাতেই বাংলাদেশ: রফিক 

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ নভেম্বর, ২০২০ ২০:৫১

নিউজবাংলার ক্রিকেট শো ‘ক্রিকটক উইথ আতহার’ এর অতিথি হিসেবে এমনটিই বলেন রফিক।

গত ১০ নভেম্বর টেস্ট অঙ্গনে ২০ বছর পূর্ণ করে বাংলাদেশ। অভিষেক টেস্টে বাংলাদেশের একাদশে ছিলেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। সময়ের সঙ্গে রফিক হয়ে উঠেছেন কিংবদন্তি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে নেন ১০০ উইকেট। 

রফিকের মতে, বাংলাদেশ টেস্টে আটকে আছে সেই ২০ বছর আগের জায়গাতেই। নিউজবাংলার ক্রিকেট শো ‘ক্রিকটক উইথ আতহার’ এর অতিথি হিসেবে এমনটিই বলেন রফিক। 

‘এই ২০ বছরে কিন্তু আমরা ওই রকম উন্নতি করিনি। ২০ বছর আগে যেভাবে টেস্ট ক্রিকেটের জন্ম হয়েছিলো বাংলাদেশে, আমরা সেই পর্যায়েই আছি। হতে পারে জিতেছেন আপনি। ২০ বছরে ৭৩০০টা দিন। আমরা কয়টা টেস্ট খেলেছি? এখানে অনেক পিছিয়ে আছি। আমাদের দরকার টেস্ট জেতা। এবং টেস্ট জিতলে আমরা ওয়ানডে, টি-টোয়েন্টি আরও বেশি খেলার সুযোগ পাব। দুঃখের বিষয়, আমরা র‍্যাংকিংয়ে পাঁচ-ছয়ে থাকতে পারি না’, বলেন রফিক। 

এর পেছনে কারণ হিসেবে রফিক উল্লেখ করে দেশের বাইরে টেস্ট কম খেলাটা। তিনি বলেন, ‘আমরা ঘরের মাঠে বেশি ম্যাচ খেলি। দেশের বাইরের ফলাফলগুলো দেখেন যে কেমনে আছে। আমরা দেশে খুবই চাঙা থাকি। কারণ এসব মাঠ, উইকেট আমাদের চেনা। কিন্তু বিদেশে উইকেট ওদের সুবিধামত বানায়। কারণ তারা জানে এশিয়ান ব্যাটসম্যানরা বাউন্সি উইকেটে খেলতে পারে না। আমরা ওখানে অনেক পিছিয়ে আছি।’

এ বিভাগের আরো খবর