চট্টগ্রামের ফটিকছড়িতে খালে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার ভুজপর থানার হালদা নদীর একটি শাখা খালের রাবার ড্যাম এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম মো. ইব্রাহীম। তিনি নগরীর কাজীর দেউড়ি এলাকার মো. সেলিমের ছেলে এবং চট্টগ্রাম এমইএস কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে ভুজপুর রাবার ড্যাম এলাকায় ঘুরতে যান ইব্রাহীম। কিন্তু হঠাৎ অসাবধানতাবশত ড্যামের নিচে খালে পড়ে পানিতে তলিয়ে যান তিনি।
‘তার বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মরদেহটি ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।