শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম নিউজবাংলাকে জানান, মহাসড়কে একটি ভ্যান দাঁড়ানো ছিল। ওই সময় দ্রুতগতির একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানটি রহমতুল্লাহসহ আরও তিন পথচারীর ওপরে গিয়ে পড়ে।
বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী কিশোরের মৃত্যু হয়েছে।
ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় ঈদের দিন দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রহমতুল্লাহর বাড়ি উপজেলার মহিপুরে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম নিউজবাংলাকে জানান, মহাসড়কে একটি ভ্যান দাঁড়ানো ছিল। ওই সময় দ্রুতগতির একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানটি রহমতুল্লাহসহ আরও তিন পথচারীর ওপরে গিয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় রহমতুল্লাহ।
তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বাস আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক।