বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাবেক জামাতার ছুরিকাঘাতে খুন, আটক ১ 

  •    
  • ১৭ জুলাই, ২০২১ ১১:৪৬

ওসি দেলোয়ার হোসেন জানান, শুক্রবার গভীর রাতে মতিন বাড়িতে এসে ফাতেমা ও তার মাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার সাবেক শাশুড়ি মোমেনা মারা যান। পরে ফাতেমাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

সাতক্ষীরায় সাবেক জামাতার ছুরিকাঘাতে মোমেনা খাতুন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন মোমেনার মেয়ে ফাতেমা খাতুন।

সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক জামাতা মতিনুরকে আটক করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন নিউজবাংলাকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

মোমেনা খাতুনের বাড়ি উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে।

আটক মতিনের বাড়ি উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে।

মোমেনা খাতুনের স্বামী গোলাম হোসেন জানান, ১৭ বছর আগে মতিনের সঙ্গে বিয়ে হয় তার মেয়ে ফাতেমা খাতুনের। তাদের একটি মেয়েসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে এক মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ফাতেমা বাবার বাড়ি চলে আসেন।

এরপর থেকে ফাতেমাকে আবারও বিয়ে করে বাড়িতে নিতে চাপ দেন মতিন। তবে ফাতেমার মা আবার বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

এরই জেরে শুক্রবার গভীর রাতে মতিন বাড়িতে এসে ফাতেমা ও তার মাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার সাবেক শাশুড়ি মোমেনা মারা যান। পরে ফাতেমাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি দেলোয়ার হোসেন জানান, মোমেনার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় সাবেক জামাতা মতিনকে গাজীপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরো খবর