বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুরে করোনায় আরও ৩ মৃত্যু 

  •    
  • ৬ জুলাই, ২০২১ ২০:৩৪

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা সংগ্রহ হয়। সংগ্রহীতদের নমুনা মধ্যে ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে গাজীপুর সদরে ২৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, কালিয়াকৈরে ২৫ জন, কাপাসিয়ায় উপজেলায় ৪ জন ও শ্রীপুর উপজেলায় ৯ জন।

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩ জন মৃত্যু হয়েছে। নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে আরও ৬৫ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৫৬ জন ও আক্রান্ত ১৩ হাজার ১৪২ জন।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিভিল সার্জন মো. খাইরুজ্জামান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা সংগ্রহ হয়। সংগ্রহীতদের নমুনা মধ্যে ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে গাজীপুর সদরে ২৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, কালিয়াকৈরে ২৫ জন, কাপাসিয়ায় উপজেলায় ৪ জন ও শ্রীপুর উপজেলায় ৯ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯২ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ১৪২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ৪৪৪ জন, কালীগঞ্জে ৯১৭ জন, কালিয়াকৈরে ১ হাজার ৪৪৪, কাপাসিয়ায় ৮৫৫ ও শ্রীপুরে ১ হাজার ৪৪২ জন আক্রান্ত হয়েছেন।

চিকিৎসক খাইরুজ্জামান জানান, এ পর্যন্ত জেলায় ২৫৬ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৮৩ জন।

এ বিভাগের আরো খবর