কক্সবাজারের টেকনাফে তিন বাংলাদেশিকে গুলির ঘটনায় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার মধ্যরাতে টেকনাফ ২৭ নম্বর জাদিমুড়া ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন জাদিমুরা ক্যাম্পের সি/৮ ব্লকের বাসিন্দা ফজল হক ও হামিদা খাতুন।
এপিবিএন-১৬-এর অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম শনিবার বিকেলে এ তথ্য জানান।
জাদিমুড়া ক্যাম্পের পাশে স্থানীয় হাবিবুর রহমানের বাড়িতে গত বুধবার হামলার এ ঘটনা ঘটে।
অভিযোগ, ভোররাতে ওই বাড়িতে হামলা চালান হাসেমুল্লা, নুরু, আবু তাহের কালুসহ কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী। তারা হাবিবুরের পরিবারের সদস্যদের মারধর করেন। একপর্যায়ে এলোপাতারি গুলি চালালে হাবিবুরের তিন ছেলে বিদ্ধ হন।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার চিকিৎসকরা পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তারা এখন সেখানেই ভর্তি আছেন।
এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেন আহতদের পরিবারের সদস্যরা।
এসপি মো. তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুইজন তিন বাংলাদেশি ভাইকে গুলির ঘটনায় করা মামলায় নামীয় আসামি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে টেকনাফ নেচার পাকের উত্তরে ব্লক-সি/৮ জাদিমুড়া ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।