কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং এলাকায় সাগরে ভেসে আসা ৯টি গরুর অর্ধগলিত মৃতদেহ ২৪ ঘন্টা পার হলেও সরানো হয়নি।
বুধবার বিকালে দক্ষিণ ধুরুং ইউনিয়নের পুরাতন বাতিঘর এলাকার বালিয়াড়িতে জোয়ারে ভেসে এসে আটকে পড়ে মৃতদেহগুলো।
একেকটি গরু ওজন আনুমানিক পাঁচ থেকে ছয় মণ হবে বলে ধারণা করেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, গরুগুলো কয়েকদিন আগে মারা যাওয়ায় অর্ধগলিত অবস্থায় ভেসে এসেছে। এগুলো সাগর পাড়ের বালিয়াড়িতে পড়ে থাকায় আশপাশের এলাকায় মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দা হাসান জানান, দক্ষিণ ধুরুংয়ে সাগরে ভেসে আসছে একের পর এক গরুর মৃতদেহ। এখন পর্যন্ত ৯টি এসে সাগরের বালিয়াড়িতে আটকা পড়েছে। এসব গরু কোথা থেকে আসছে তা সঠিক বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, দ্রুত মৃতদেহগুলো উদ্ধার করা না গেলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহম্মদ চৌধুরী জানান, ভেসে আসা মরা গরুগুলো সরানোর কাজ চলছে। লকডাউনে স্কেবেটার না পাওয়ায় একটু সময় লাগছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লেলিন দে জানান, কোরবানির ঈদ সামনে রেখে সাগর পথে মিয়ানমার থেকে গরুগুলো আনার চেষ্টা চলছিল। সীমান্তরক্ষীরা টের পেয়ে যাওয়ায় হয়তো গরুগুলো পানিতে ফেলে দেয়া হয়েছে।