‘বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার নজুমিয়া সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
চট্টগ্রামের হাটহাজারীতে জুয়া খেলার সময় ৬৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়া হাট এলাকা থেকে বুধবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে অর্থ ও জুয়া খেলার সরমঞ্জাম জব্দ হয়।
হাটহাজারী থানার পরিদর্শক রাজিব শর্মা নিউজবাংলাকে বলেন, ‘বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার নজুমিয়া সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’