বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারি অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন, হাজার টাকা জরিমানা 

  •    
  • ১ জুলাই, ২০২১ ১৬:৫৮

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, ‘সকালে কয়েকজন মেডিক্যাল স্টাফ নিয়ে চট্টগ্রাম শহরে আসে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স। পরে দুপুরে ফিরে যাওয়ার সময় ১০ জন যাত্রী নেন অ্যাম্বুলেন্সের চালক আতাউর রহমান। এরপর মইজ্জারটেক চেকপোস্টে অ্যাম্বুলেন্সটিকে আটকের পর আমাকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এটিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।’

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রী পরিবহন করায় একটি সরকারি অ্যাম্বুলেন্সকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার মইজ্জারটেক এলাকায় বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলা প্রশাসনের চেকপোস্টে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটিকে জরিমানা করা হয়। নিউজবাংলাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা। তিনি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

সুকান্ত সাহা বলেন, ‘সকালে কয়েকজন মেডিক্যাল স্টাফ নিয়ে চট্টগ্রাম শহরে আসে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স। পরে দুপুরে ফিরে যাওয়ার সময় ১০ জন যাত্রী নেন অ্যাম্বুলেন্সের চালক আতাউর রহমান। এরপর মইজ্জারটেক চেকপোস্টে অ্যাম্বুলেন্সটিকে আটকের পর আমাকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এটিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকার বিষয়টি বিবেচনা করে অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দেয়া হয়েছে।’

অ্যাম্বুলেন্সচালক আতাউরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান কর্ণফুলী উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর