চট্টগ্রাম নগরীতে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আবদুস সালাম নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবদুস সালামের বাড়ি হাটহাজারী উপজেলার খন্দাকিয়া এলাকায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘বিকেলে নগরীর মুরাদপুরে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন আবদুস সালাম। উদ্ধার করে তাকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।