বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক্সকাভেটর উল্টে চালকের মৃত্যু 

  •    
  • ২২ জুন, ২০২১ ১৬:৫৫

‘নয়াবাজার বিশ্বরোড এলাকায় মাটি খননের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সকাভেটরটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন চালক। উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।’

চট্টগ্রামের হালিশহর থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি এক্সকাভেটর উল্টে এর চালকের মৃত্যু হয়েছে।

হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত চালকের নাম নজরুল। ২৫ বছরের নজরুল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘নয়াবাজার বিশ্বরোড এলাকায় মাটি খননের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সকাভেটরটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন চালক। উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।’

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই শীলব্রত বড়ুয়া।

এ বিভাগের আরো খবর