পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে থ্রি-হুইলারের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার রনচণ্ডী এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে শনিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শাহিন হোসেন ও জাকির হোসেন। শাহিনের বাড়ি তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায়। আর জাকির একই ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার বাসিন্দা।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু ছায়েম মিয়া জানান, বাংলাবান্ধা থেকে ওই থ্রি-হুইলারটি (স্থানীয় ভাষায় পাগলু) যাত্রী নিয়ে ভজনপুর বাজারের দিকে যাচ্ছিল। রনচণ্ডী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারের চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে শাহিনের মৃত্যু হয়। আর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকির। গুরুতর আহত থ্রি-হুইলারের চালক ও আরেক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও থ্রি-হুইলারটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।