কবরস্থানে সাইনেবোর্ড লাগানো নিয়ে চট্টগ্রামের বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের সময় গুলি চালানো মো. জাহিদুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার জাহিদুর বাকলিয়া থানার মকবুল হাওলাদারের বাড়ির মৃত ইসহাকের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ সহকারী কমিশনার (মিডিয়া) শাহ মো. আবদুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘গত শুক্রবার সকালে কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জাহিদুর প্রকাশ্যে গুলি চালান। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।'