চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে জানান, মঙ্গলবার দুপুরে মো. ইয়াকুব নামের এক বাসচালক গুরুতর আহতাবস্থায় বাসের হেলপার হানিফকে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে।
নগরের আমান বাজার লালিয়ারহাট এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মো. হানিফ নামের ওই হেলপারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, চট্টগ্রাম শহর থেকে রাঙামাটিগামী মদিনার পথে বাসের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে জানান, মঙ্গলবার দুপুরে মো. ইয়াকুব নামের এক বাসচালক গুরুতর আহতাবস্থায় বাসের হেলপার হানিফকে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।