বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামির মৃত্যু   

  •    
  • ১৫ জুন, ২০২১ ১৬:৪৩

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, ‘প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় তিন মাস ধরে তিনি কারাগারে ছিলেন। সোমবার সন্ধ্যার দিকে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেয়। সেখানেই মারা যান বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু।

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু কারাগারে মারা গেছেন।

শারীরিক অসুস্থতার কারণে সোমবার রাতে তিনি মারা গেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মাহফুজুর রহমান।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় তিন মাস ধরে তিনি কারাগারে ছিলেন। সোমবার সন্ধ্যার দিকে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেয়। সেখানেই মারা যান বিএনপির এই নেতা।

জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, মাহফুজুর রহমান হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানেই তিনি মারা যান।

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখে মাগুরায় ফিরে যাচ্ছিলেন।

কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনের সড়েক বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালান। জেলা বিএনপির সভাপতি ও তৎকালীন সাংসদ হাবিবুল ইসলামের হাবিবের নির্দেশে এ হামলা চালানোর অভিযোগ ওঠে।

হামলায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমানসহ এক ডজন দলীয় নেতা-কর্মী আহত হন।

হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলাটি এজাহার হিসেবে গণ্য করা হয়। ২০১৫ সালে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান ৫০ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেন। পরে মামলাটি তিন ভাগে ভাগ হয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়।

এ বিভাগের আরো খবর