কক্সবাজারের চকরিয়ায় শিশুকে অচেতন করে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক নারীকে। পলাতক মামলার প্রধান আসামি।
ঘটনাটি ২ জুনের হলেও রোববার রাতে ওই নারীকে গ্রেপ্তারের পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ওই নারীর বাড়ি খুটাখালী ইউনিয়নে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জুন বিকেলে ১২ বছরের শিশুটিকে প্রতিবেশী ওই নারী একটি বিয়ের অনুষ্ঠানে নেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে পানিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পান করতে দেয়া হয়। এতে শিশুটি জ্ঞান হারালে এক ব্যক্তিকে বাড়িতে ডেকে আনেন ওই নারী। ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে।
অচেতন অবস্থায়ই পরে শিশুটিকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসেন ওই নারী। পরিবারকে জানায় শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। পরিবারের লোকজন শিশুকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক জানায় তাকে ধর্ষণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ৭ জুন শিশুটির পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা করা হয়। এরপর ঘটনার সত্যতা যাচাই করে র্যাবের একটি বিশেষ দল। ১১ দিন অভিযান চালিয়ে রোববার ওই নারীকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামিকে এখনও পাওয়া যায়নি।
গ্রেপ্তার নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চকরিয়া থানায় হস্তান্তরের করা হয়েছে বলেও জানান তিনি।