নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের এক নেতাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার জসিম উদ্দিন তানভীর সংগঠনটির হবিগঞ্জ জেলার অন্যতম নেতা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ঘনশ্যামপুর দারুল উলুম মাদ্রাসা এলাকা থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। দলের বেশ কিছু সক্রিয় সদস্য গ্রেপ্তার হওয়ায় তিনি অনেকদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল শুক্রবার বিকেলে এসব তথ্য জানান।
তিনি জানান, গত বছরের ১৭ সেপ্টেম্বর গ্রেপ্তার আনসার আল ইসলামের এক সদস্যের জবানবন্দির ভিত্তিতে তানভীরকে খোঁজা হচ্ছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তানভীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জানান, তানভীর নিজেকে আনসার আল ইসলামের হবিগঞ্জ জেলার শীর্ষস্থানীয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া শেষ করেন। পরে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন।
চরমপন্থায় উসকানি দেয়ার প্লাটফর্ম হিসেবে তানভীর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে আসছিলেন। তার কাছ থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি মোবাইল, উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।