নওগাঁর মান্দায় গৃহবধূকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে তার বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে মান্দার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
চার বছর ধরে ধর্ষণের অভিযোগ এনে গৃহবধূ জানান, প্রতিবেশী ওই যুবক সম্পর্কে তার দেবর। তিনি বিভিন্ন সময় নানাভাবে তাকে কুপ্রস্তাব দিতেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে ওই যুবক মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ ও এর ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। পরে বিমার কাগজপত্র তৈরি করার কথা বলে দুটি ফাঁকা স্ট্যাম্পে সই নেন।
ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি ও ফাঁকা স্ট্যাম্পে সই নেয়ার বিষয়টি সামনে এনে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করতে থাকেন। তবে লোকলজ্জায় তিনি এত দিন কাউকেই কিছু বলেননি। নির্যাতন আর সহ্য করতে না পেরে বুধবার স্বামীকে সব জানান।
গৃহবধূর স্বামী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার স্ত্রী অস্বাভাবিক আচরণ করছিল। জানতে চাইলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি ঘটনাটি এড়িয়ে যেতে থাকেন। সম্প্রতি বিষয়গুলো আমাকে জানালে আমি ফাঁকা স্ট্যাম্প ও ভিডিওগুলো কৌশলে উদ্ধারের পরামর্শ দিই।
‘বৃহস্পতিবার দুপুরে সেগুলো ফেরত নেয়ার জন্য গেলে আমার স্ত্রীকে মারধর করে সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
ওসি মো. শাহিনুর রহমান জানান, অভিযান চালিয়ে বখাটে যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তবে তার মোবাইল ফোনে কোনো ভিডিও পাওয়া যায়নি। হয়তো আগেই ভিডিওগুলো সরিয়ে ফেলেছে বা নষ্ট করেছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার পর ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।