চট্টগ্রামের সীতাকুন্ডে সোনিয়া আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজবাড়ি থেকে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
সোনিয়া আক্তার কেশবপুর গ্রামের ক্ষবিউল হকের মেয়ে। তার বয়স হয়েছিল ২৪ বছর।
সীতাকুন্ড থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুমন বণিক নিউজবাংলাকে বলেন, ‘৯ মাস আগে সোনিয়া চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালিয়াডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের ছেলে আবুজার গিফারীকে ভালোবেসে বিয়ে করেন। তারা সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন।
‘সম্প্রতি নিজের চিকিৎসার জন্য একটি এনজিও থেকে কিছু ঋণ নেন সোনিয়া। সেই সঙ্গে বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে ঘরে ফেরেন তিনি। এরপর থেকে তার বাবার বাড়ির কারও সঙ্গে তার যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার বিকেলে ওই ঘর থেকে পচা গন্ধ বের হলে প্রতিবেশীরা আমাদের খবর দেয়। বিকেল চারটার দিকে ঘটনাস্থল থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাই। আমাদের ধারণা টাকাগুলোর জন্য তার স্বামী আবুজার গিফারী গলাটিপে সোনিয়াকে হত্যা করে পালিয়ে গেছেন।’
এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ওসি।