অশ্লীল লাইকি মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজশাহীতে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
তারা নগরের পদ্মা গার্ডেন, জিয়া পার্ক, বিমান চত্বর, টি-বাঁধ ও আই বাঁধ এলাকায় তারা লাইকি মিউজিক ভিডিও তৈরি করতেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরে মহানগর পুলিশের সদরদপ্তরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, টিকটক-লাইকি গ্রুপের হয়ে এই চারজন বিভিন্ন প্রলোভন দেখিয়ে মিউজিক ভিডিও করার জন্য তরুণ-তরুণীদের আকৃষ্ট করতেন। তাদের ফাঁদে পড়া একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
আটক তরুণ-তরুণীদের কাছ থেকে টিকটক-লাইকি গ্রুপের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। এ গ্রুপে জড়িত অনেকের নামও পাওয়া গেছে। তাদেরকেও আটক করা হবে।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইকি গ্রুপের ভিডিও তৈরির হোতা পুলিশকে জানিয়েছেন, লাইকি ভিডিও তৈরি করে তারা প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা আয় করতেন। অভাবী কিশোর-কিশোরীদের দিয়ে অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরি করতেন।
আবু কালাম সিদ্দিক বলেন, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই এ ধরনের ভিডিও তৈরি করে নৈতিকভাবে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। অশ্লীল ও আপত্তিকর টিকটক, লাইকি ও বিগো লাইভ ভিডিও যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমনকি অনেকে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়াসহ মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। এ ধরনের ভিডিও কিশোর অপরাধের মতো ঘটনাকে উসকে দিচ্ছে।
তিনি বলেন, এর আগে গত ২ জুন রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে দুই নারীসহ নয়জন টিকটকারকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।