করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ রোধে পাঁচ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
পঞ্চগড় আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা শনিবার দুপুরে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থলবন্দরে গিয়ে দেখা যায়, সকালে ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আমদানি না হলেও বেলা ১১টার পর থেকে ভারত, নেপাল ও ভুটান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে কিছু ট্রাক ভারতের ফুলবাড়ি-বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে দেশে প্রবেশ করেছে। এ বন্দরে পাথরের আমদানি বেশি হলেও এদিন পাথরের কোনো ট্রাক বন্দর দিয়ে দেশে আসতে দেখা যায়নি।
মেহেদী হাসান খান বাবলা জানান, ৩১ মে থেকে বাংলাবান্ধা বন্দরের আমদানি-রপ্তানি কাজ বন্ধ করা হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় শনিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়। তবে বন্দর দিয়ে পাথর আমদানি হবে কি না, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেননি ব্যবসায়ীরা।
তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বন্দর বন্ধের শেষ দিন ছিল। আবার শুক্রবার সাপ্তাহিক ছুটিও ছিল। বন্দরের ভারতীয় গেটও খোলা হয়েছে। আগের মতোই আগে রপ্তানি হবে এবং পরে আমদানি শুরু হবে।’