গাজীপুরে মাথা ও হাত-পাবিহীন মরদেহ উদ্ধারের এক সপ্তাহ পর যুবকের মাথা ও পা উদ্ধার করেছে পুলিশ।
সিটি করপোরেশনের জিরানী এলাকা থেকে শনিবার বেলা ১১টার দিকে ওই যুবকের মাথা ও পা উদ্ধার করা হয়।
কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল বণিক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।
এসআই মাইকেল বণিক জানান, ২১ মে গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকার ময়লার স্তূপের পাশে মাথা ও হাত-পাবিহীন এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরে পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকালে জিরানী এলাকা থেকে ওই যুবকের মাথা ও পা উদ্ধার করা হয়।
এ বিষয়ে এখনও তদন্ত চলছে বলে জানান এই কর্মকর্তা। বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।