বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অগ্নিদগ্ধ স্কুলছাত্রীর মৃত্যু, হত্যা মামলায় মা গ্রেপ্তার

  •    
  • ২৮ মে, ২০২১ ২০:৫৩

পারিবারিক বিষয় নিয়ে গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে বিজলীকে শাসন করছিলেন তার মা হেলেনা বেগম। শাসনের একপর্যায়ে মেয়ে বিজলীর গায়ে কেরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন হেলেনা। এ সময় বিজলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান।

গাজীপুরে উম্মে হুমায়রা বিজলী নামের দশম শ্রেণির এক ছাত্রী অগ্নিদগ্ধ হওয়ার পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ওই ছাত্রীর মা কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন বিজলীর বাবা। মামলার পর বিজলীর মা হেলেনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান মামলার উদ্ধৃতি দিয়ে জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা গ্রামের বুড়ির মোড় এলাকার নুরুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন বজলুর রহমান। তিনি ওই বাড়ির সিকিউরিটি গার্ড হিসেবেও চাকরি করেন। তার বাড়ি বরিশালের মুলাদী থানার বাহাদুরপুর এলাকায়। তার বড় মেয়ে উম্মে হুমায়রা বিজলী স্থানীয় গাজীপুর পুলিশ লাইনস স্কুলে দশম শ্রেণিতে পড়ত।

পারিবারিক বিষয় নিয়ে গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে বিজলীকে শাসন করছিলেন তার মা হেলেনা বেগম। শাসনের একপর্যায়ে মেয়ে বিজলীর গায়ে কেরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন হেলেনা। এ সময় বিজলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। আগুনে বিজলীর শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর বুধবার দুপুরে বিজলী মারা যায়।

এ ব্যাপারে হেলেনার বিরুদ্ধে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী বজলুর রহমান বৃহস্পতিবার থানায় মামলা করেন। পুলিশ হেলেনা বেগমকে গ্রেপ্তার করে এবং শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠায়।

এ বিভাগের আরো খবর