বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৯৯৯ এ ফোন, দুই ‘ধর্ষক’ গ্রেপ্তার 

  •    
  • ২৪ মে, ২০২১ ১৮:০৭

প্রাথমিক তদন্ত ধর্ষণের প্রমাণ মিললে অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের মুক্তাগাছায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম আদালতে সোমবার দুপুরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক রওশন জাহান।

কোর্ট পরিদর্শক প্রসূন কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকরা উপজেলার ৪ নম্বর কুমারগাথাতা ইউনিয়নের বাসিন্দা এবং ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করত।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ওই নারী উপজেলার কুমারগাতা ইউনিয়নের নিজ বাড়ি থেকে পাশের আরেকটি বাড়িতে যান সেলাই কাজ করতে।

বিকেলে সাড়ে চারটার দিকে ফেরার পথে তাকে দুই যুবক রাস্তা থেকে জোরকরে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

বিষয়টি রাত ১১টার পরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানান ওই নারীর এক স্বজন। পরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ওই নারীর মা থানায় অভিযোগ করেন। প্রাথমিক তদন্ত ধর্ষণের প্রমাণ মিললে অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ওসি দুলাল আকন্দ আরও বলেন, সোমবার আসামিদের আদালতে তোলার পর দুইজনই ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাদেরকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর