লালমনিরহাট সদরে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মহেন্দ্রনগর এলাকার হরদত্ত গ্রাম থেকে শনিবার ভোরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. শাহা আলম। তিনি জানান, সকালে কয়েকজন নারী ওই স্থানে ঘাস কাটতে গেলে মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।
লাশ উদ্ধারের পর সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান।
ওসি শাহা আলম জানান, বিষ প্রয়োগে হত্যার পর মরদেহ পাটক্ষেতে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে, তারাও এসেছে। তাদের পর্যবেক্ষণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।