গাজীপুর মহানগরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ছয়টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় দুইজন নিরাপত্তা প্রহরী আহত হয়েছেন। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন-মো. নয়ন ও মো. জাফর । গুরুতর আহত নয়নকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত একটি পিকআপ ভ্যানে করে এসে হাজি বারেক মার্কেটের সামনে দাঁড়ায়। এ সময় নিরাপত্তা প্রহরী নয়ন তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা তাকে লোহার রড দিয়ে বেধড়ক পেটায়।
পরে তারা ছয়টি দোকানের তালা ভেঙে মালামাল লুট করে এবং সবগুলো দোকানের ভল্ট ও ক্যাশবাক্স ভেঙে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। এ সময় ফিউচার স্টিল নামে দোকানের ভেতরে থাকা অপর নিরাপত্তা প্রহরী জাফর (৫৫) বাধা দিতে গেলে তাকেও বেধড়ক পেটায় ডাকাতরা ।
উত্তরা টায়ার এন্ড ব্যাটারি শপ নামে দোকানের মালিক মো. আলমগীর হোসেন বলেন, ‘সকালে লোকজনের কাছে জানতে পারি দোকানে ডাকাতি হয়েছে। এসে দেখি আমার দোকানের সব ব্যাটারি ও নতুন টায়ার নিয়ে গেছে। মালামাল সব এলোমেলোভাবে পড়ে আছে। করোনাকালীন ব্যবসায়িক মন্দার ভেতর এ রকম ঘটনায় আমি পথে বসে গেলাম।’
ফিউচার স্টিলের মালিক মো. হুমায়ুন কবির বলেন, ‘দোকানের তালা কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করে আমার নিরাপত্তা প্রহরীকে মারধর করে দোকানের ভল্ট ভেঙে ২ লাখ টাকা নিয়ে গেছে।’
এ বিষয়ে কথা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।