বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জ থেকে অপহরণ, টাঙ্গাইল থেকে উদ্ধার 

  •    
  • ৭ মে, ২০২১ ১৪:৫৩

র‍্যাব জানায়, মুক্তিপণ পাঠাতে বলা বিকাশ নাম্বারের জিপিএস ট্র্যাক করে একটি নির্জন এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবিরকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়েছে।

নারায়ণগঞ্জ থেকে অপহরণের টাঙ্গাইল থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার করেছে র‍্যাব।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউপাড়া বাজার থেকে শুক্রবার ভোরে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার মো. আবিরের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের হিরাজিল সিরাজ টাওয়ারে ভাড়া থাকেন।

র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুল রহমান নিউজবাংলাকে জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাসা থেকে আবিরকে অপহরণ করা হয়। এরপর একটি নাম্বার থেকে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা বিকাশ করতে বলা হয়।

এরপর আবিরের পরিবার র‍্যাব-১২-এর কার্যালয়ে গিয়ে অভিযোগ করে।

অভিযোগে বলা হয়, এক বছর আগে মো. সুজন নামের এক যুবকের সঙ্গে ফেসবুকে আবিরের বন্ধুত্ব হয়। কাপড়ের ব্যবসার কথা বলে সুজনই তাকে অপহরণ করেছে।

র‍্যাব জানায়, বিকাশ নাম্বারের জিপিএস ট্র্যাক করে তারা একটি নির্জন এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবিরকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়েছে।

আবিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর