মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হালদার পাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মায়া নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টার দিকে এঘটনা ঘটে।
মায়া নামে ছয় বছর বয়সী শিশুটি সদর উপজেলার আমঝুপি গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মায়া তার বন্ধুদের সঙ্গে পুকুরপারে খেলছিল। পরে তার সঙ্গীরা চলে গেলেও সে থেকে যায়। বাড়ি ফিরতে দেরি দেখে একপর্যায়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।
পরে পুকুরের পানিতে ভাসতে দেখে মায়াকে সেখান থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, মায়া কোন এক সময় পা পিছলে পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, শুনেছি আমঝুপি হালদার পাড়ায় পুকুরের পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।