বাড়ির পাশে খেলতে গিয়েছিল চাচাতো ভাই-বোন। এ সময় হঠাৎ তারা পড়ে যায় পুকুরে। আর উঠে আসতে পারেনি শিশুরা। ভেসে ওঠে তাদের নিথর দেহ।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঠালী এলাকায়। মৃতরা হলো ছয় বছরের মো. ওসমান ও পাঁচ বছরের সাদিয়া। চঞ্চল দুই শিশুর এমন মৃত্যুতে শোক বিরাজ করছে এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বৃষ্টির পর ওই এলাকার ইসমাইল দেওয়ান বাড়ির দুই শিশু ওসমান ও সাদিয়া খেলতে বের হয়। বাড়ির পাশের পুকুরে হঠাৎ পড়ে যায় তারা।
ওসামন ও সাদিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘এমন একটি খবর আমরা পেয়েছি। তবে পুলিশকে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।’