বরিশালে দেড় হাজার অসহায় ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।
এ সময় তিনি বলেন, 'আপনারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন, পাশাপাশি সবাই ঘরে থেকে প্রশাসনকে সহযোগিতা করবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না।’
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল পুলিশ সুপার মারুফ হোসেন ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদ, প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানসহ আরও অনেকে।
১৮টি ক্যাটাগরিতে বরিশালের দেড় হাজার মানুষের প্রত্যেককে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই দেয়া হয় বলে জানান জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।