বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  •    
  • ৩ মে, ২০২১ ২০:১২

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘সোমবার সকালে পরিবারের সদস্যরা তার খোঁজে শহরের দিকে যাওয়ার সময় উপজেলার মনিয়া পুকুর পার এলাকায় জসিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান।’

চট্টগ্রামের হাটহাজারীতে মো. জসিম নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার শাহজাহান শাহ মাজার গেটের বিপরীত দিকের রেললাইনের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জসিমের বাড়ি পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে। তিনি স্থানীয় বাংলাবাজারে কাপড়ের ব্যবসা করতেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘জসিম রোববার দোকানের জন্য কাপড় কিনতে শহরে যান। রাত আটটা পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। পরিবারের সঙ্গে শেষবার যখন ফোনে কথা হয় তখন পরিচিত কোনো এক ব্যক্তির গাড়িতে বাসায় ফেরার কথা বলেন তিনি।

‘এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সোমবার সকালে পরিবারের সদস্যরা জসিমের খোঁজে শহরের দিকে যাওয়ার সময় উপজেলার মনিয়া পুকুর পার এলাকায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর