দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় অভিযান পরিচালনা করে দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে ধ্বংস হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার হালদার বিভিন্ন পয়েন্টে মা মাছ রক্ষায় অভিযান পরিচালনার সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি নৌকা উপজেলা প্রশাসনের নজরে এলে সেগুলো আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘হালদায় এই সময়টাতে সাধারণত মা মাছের আনাগোনা থাকে। বৃষ্টি ও বজ্রপাত হলে হালদার বাঁকে মা মাছ ডিম ছাড়ে। আর এই সময়ে চোরা শিকারীরা মা মাছ ধরার চেষ্টা করে। মঙ্গলবার মা মাছ শিকাররোধে হালদায় অভিযান পরিচালনা করি আমরা। এ সময় দুটি বালু উত্তোলনকারী ইঞ্জিনচালিত নৌকা দেখতে পেয়ে আমরা সেগুলো আটক করে ধ্বংস করি।
‘অবৈধভাবে বালু উত্তোলন করা তো অপরাধই, তা ছাড়া ইঞ্জিনচালিত নৌকাগুলোর পাখার আঘাতে অনেক সময় মা মাছ ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মারাও যায়।’
হালদায় মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান নিয়মিত চলবে বলে জানান ইউএনও রুহুল আমিন।