কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধান কাটার সময় ক্ষেত থেকে ৩টি বনবিড়ালের ছানার সন্ধান মিলেছে। বনবিড়ালের ছানাগুলোকে আটক করে খাঁচায় আটকে রাখা হয়। পরে খবর দেয়া হলে ছানা ৩টিকে স্থানীয় একটি জঙ্গলে অবমুক্ত করেন উপজেলা বন কর্মকর্তা।
সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বনবিড়ালের ছানা ধরার এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে ছানাগুলাকে একনজর দেখার জন্য সেখানে শত শত মানুষ ভিড় জমায়।
শ্রমিক রফিকুল ইসলাম জানান, ২০/২৫জনের শ্রমিকের দল অনন্তপুর কাউয়াডুবির দালো এলাকায় ইদ্রিস হাজির ক্ষেতের পাকা ধান কাটছিলেন। ধান কাটার একপর্যায়ে জমির আইলের ওপর বনবিড়ালের ওই ছানাগুলোকে দেখতে পান শ্রমিকরা। পরে ছানা তিনটি ধরে খাঁচায় আটকে রাখা হয়।
এরপর উপজেলা বন কর্মকর্তাকে খবর দেয়া হয়। বিকেলে তিনি এবং অনন্তপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নানসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে ছানাগুলোকে পাশের জঙ্গলে ছেড়ে দেয়া হয়।
ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার করা বনবিড়ালের ছানাগুলো যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সে জন্য পাশেই একটি জঙ্গলে তাদের অবমুক্ত করা হয়েছে।’