চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দেয়াল ধসে শুভ গাশি নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দ বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ গাশি রাঙ্গুনিয়ার কদুলা চাবাগান এলাকার বাসিন্দা। তার বাবার নাম পুরাত্বশ গাশি।
তার সহকর্মী আবুল কালাম নিউজবাংলাকে বলেন, ‘সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দ বাড়ি এলাকার পরিতোষ তালুকদার বাড়িতে একটি ভবন নির্মাণের জন্য গর্ত করার কাজ করছিলেন শুভ।
‘এ সময় পার্শ্ববর্তী সীমানা দেয়াল ধসে পড়ে তার উপর। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘সোমবার বিকেল পাঁচটার দিকে শুভ নামের একজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।’
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি নিউজবাংলাকে বলেন, ‘এ রকম কোনো দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি। খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।’