চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে নগরীর কোতোয়ালি থানার খাতুনগঞ্জ এলাকার আমিন হাজি সড়কে এ ঘটনা ঘটে।
২৪ বছর বয়সী মো. ইউনুস নামে ওই শ্রমিক কাজল বাবুর বাড়ি নামে ভবনটির পঞ্চম তলায় থাকতেন। তার গ্রামের বাড়ি রাউজান উপজেলার কমলমতি এলাকায়।
নিহত ইউনুসের সহকর্মী ইরফান বলেন, ‘ভবনের চার তলায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলাম আমরা। এসময় অসাবধানতাবশত ইউনুস পেছনের একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যান৷ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘ইউনুসের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
রোববার রাত ৮টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’