চট্টগ্রাম চিড়িয়াখানায় নিউক্যাসল ডিজিজ (এনডি) নামক ভাইরাসে আক্রান্ত হয়ে একটি উটপাখির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাখিটি মারা যাওয়ায় পর ময়নাতদন্ত শেষে বিকেল চারটায় চিড়িয়াখানার ভেতরেই মরদেহটি মাটি চাপা দেয় কর্তৃপক্ষ।
বুধবার সকাল আটটার দিকে চট্টগ্রাম চিড়িয়াখানার কর্মচারীরা চারটি উটপাখির মধ্যে একটিকে মাটিতে মাথা ছেড়ে পড়ে থাকতে দেখে চিকিৎসককে জানান।
চিকিৎসক পাখিটিকে দেখে নিউক্যাসল ডিজিজে আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। তৎক্ষণাৎ সেটিকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে ২৬ ঘণ্টা পর পাখিটির মৃত্যু হয়।
নিউক্যাসল ডিজিজে আক্রান্ত হলে ৮০ শতাংশ পাখি মারা যায় বলে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক ও ডেপুটি কিউরেটর শাহাদাৎ হেসেন শুভ।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘এই ভাইরাসটি যে কোনো পাখির জন্যই ভয়ঙ্কর।’
তিনি বলেন, ‘দুই বছর আগে খুলনার একটি ব্যক্তিমালিকানাধীন খামার থেকে দেশি জাতের চারটি উটপাখি কিনে আনে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একটি মারা যাওয়ার পর বাকি তিনটি উটপাখিসহ চিড়িয়াখানার সব পাখিকে নিরাপদ রাখতে খাচায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।’
লকডাউনের পর উটপাখিসহ নতুন করে আরও প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেন চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে ১৪ তারিখের পর ফের দুই দফায় লকডাউন ঘোষণা করায় এখনও বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি।