লক্ষ্মীপুরের প্রথম শ্রেণি পাস আব্দুল মতিন কখনও নিজেকে পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর পিএস হিসেবে আবার কখনও এপিএস হিসেবে। আর এই পরিচয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।
শুধু তাই নয়, টাকা জাল করার পাশাপাশি মাদক কারবারেও জড়িত ছিলেন আব্দুল মতিন।
রামগতি চরগাজী ইউনিয়নের চর আফজাল গ্রাম থেকে সোমবার সকালে তাকে আটক করে র্যাব। এদিন দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-১১।
র্যাব-১১ সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, রামগতির চর আফজাল গ্রামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন মতিন। নিজের দুটি জাতীয় পরিচয়পত্র তৈরি করে প্রধানমন্ত্রীর পিএস/এপিএস পরিচয় দিয়ে সরকারের নানা দপ্তরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন তিনি। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা, এক লাখ ৩৯ হাজার জাল টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত ২টি সিল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০টি ভুয়া প্যাড জব্দ করা হয়।
আটক আব্দুল মতিনের বিরুদ্ধে ৩টি মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ১২টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।