চট্টগ্রামে পুকুরে ডুবে মো. স্কান্দার নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার মৌলভী পুকুর থেকে বুধবার মধ্যরাতে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত স্কান্দারের বাড়ি চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায়। তার বয়স ৩৮ বছর।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘বুধবার মধ্যরাতে মৌলভী পুকুরে গোসল করতে নামেন স্কান্দার। দীর্ঘক্ষণ পরও তিনি না ওঠায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। রাত দুইটার দিকে স্কান্দারের মরদেহ উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে অস্বাভাবিক কিছু পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
তবে পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করেছে।