বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার মহানগরীর টঙ্গীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি বিএম শামিম, আসাদুজ্জামান রাজু, মো. মনিরুজ্জামান মনির, জি এম হাসান, মো. সম্রাট শাহ, জিয়া পরিষদ পূর্ব থানার সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন বাপ্পি, মৎস্যজীবী দলের মো. বসির মাতব্বর, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জি এম হোসেন, সহসাধারণ সম্পাদক মো. মাসুদ খানসহ আরও অনেকে।
এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সহসভাপতি বিএম শামিম বলেন, ‘আগামীকাল পবিত্র মাহে রমজান। মহানগর ছাত্রদলের পক্ষ থেকে রমজানে দরিদ্র ও অসহায় মানুষদের ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
‘এ ছাড়া ছাত্রদলের নতুন কমিটির সব সদস্যকে নিয়ে টঙ্গী এলাকায় খাবার ও বস্ত্র বিতরণ করা হবে। খালেদা জিয়াসহ দেশের প্রতিটি মানুষের জন্য দোয়া করা হয়েছে।’