ঢাকার সাভারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আশুলিয়ার বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানায় র্যাব-৪।
র্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গোপন তথ্যে ওই এলাকায় সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। সে সময় জুয়ার আসর থেকে হাতেনাতে তাদের আটক করা হয়। তাদের কাছে পাওয়া যায় ৯৩ হাজার টাকা, একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, জুয়া খেলার কার্ড, ইলেক্ট্রনিক ক্যাসিনো বোর্ড ও ২৪টি মোবাইল ফোন।
সাজেদুল আরও জানান, আটক ২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা করা হবে।
জুয়া খেলা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।