কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুুলিশ।
হ্নীলা ইউনিয়নের লেদা নুরালিপাড়ায় রোববার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম ইমাম হোসেন। বাড়ি নুরালিপাড়ায়। তার পেশা জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম জানান, খালেক বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে ইমাম হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স সন্দেহ করে আসছিল। এ নিয়ে ইমামের সঙ্গে তাদের কয়েকবার কথা-কাটাকাটি হয়। এরই জেরে নুরালিপাড়ার শালবাগান এলাকার পাহাড়ে নিয়ে গিয়ে তাকে গুলি ও ছুরিকাঘাত করে খালেক বাহিনীর সদস্যরা।
পরে থানা পুলিশ ও ১৬ এপিবিএনের সদস্যরা ইমামের মরদেহ উদ্ধার করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান নিউজবাংলাকে জানান, ইমামের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।
তিনি জানান, ইমাম আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স ছিল বলে কোনো তথ্য নেই পুলিশের কাছে।