মানিকগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুস সোবহান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মানিকগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে বুধবার দুপুর ২টার দিকে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ।
তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে আব্দুস সোবহান ও তার স্ত্রী গত ২৭ মার্চ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন ২৮ মার্চ করোনা পরীক্ষায় তারা দুজনেই পজিটিভ হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসায় স্ত্রীর অবস্থার উন্নতি হলেও, আব্দুস সোবহানের অবনতি হতে থাকে।
সিভিল সার্জন আরও জানান, মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা ধরা পরেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দুই হাজার সাত জন। মারা গেছেন ৩৭ জন।