বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক আটক 

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ২১:৩০

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, পন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে কতিপয় মাদক কারবারি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে গাঁজা নিয়ে আসছে। ওই সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাবের আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন ফুটবল চত্বর নাহার পেট্রোল পাম্পের সামনে সড়কের ওপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে। 

কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজারগামী বাস তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক যুবকের নাম আরিফুল ইসলাম। সে একজন মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব। তার বাড়ি কক্সবাজার পৌর শহরের কলাতলীতে।

সোমবার ভোর পাঁচটার দিকে রামু ফুটবল চত্বর সংলগ্ন সড়কে ওই বাসে এই তল্লাশি চালানো হয়।

নিউজবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কতিপয় মাদক কারবারি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে গাঁজা নিয়ে আসছে।

ওই সংবাদের ভিত্তিতে ভোরে র‌্যাবের আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন ফুটবল চত্বর নাহার পেট্রোল পাম্পের সামনে সড়কের ওপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।

একপর্যায়ে চট্টগ্রামের দিক হতে একটি হানিফ পরিবহনের বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-০৮৯৩) চেকপোস্টের সামনে এলে র‌্যাব সদস্যরা বাসটিকে থামার সংকেত দেয়।

র‌্যাব সদস্যদের থামার সংকেত পেয়ে বাসটির চালক বাসটি থামালে র‌্যাব সদস্যরা বাসের ভেতর প্রবেশ করে তল্লাশি শুরু করেন। এমন সময় একজন যুবক কৌশলে বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করে। তাকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, তার কাছে গাঁজা আছে। এ সময় তাকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মোট পনেরো কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।আটক যুবককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর