‘শনিবার দুপুর ১২টার দিকে টিনশেড ঘরে বাঁশের সঙ্গে ওড়না ঝুলিয়ে আত্মাহত্যার চেষ্টা করে মেয়েটি। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
যে মেয়েটি আত্মহত্যা করেছে তার নাম রোজিনা আক্তার। তার বয়স ১৭ বছর। সে নগরীর এনায়েত বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বলেন, ‘শনিবার দুপুর ১২টার দিকে টিনশেড ঘরে বাঁশের সঙ্গে ওড়না ঝুলিয়ে আত্মাহত্যার চেষ্টা করে মেয়েটি। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রোজিনার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।