চট্টগ্রামে মো. মুশফিকুল হক মাহিন নামের এক শিক্ষার্থী পুলিশ বাবার নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন।
তার বাবা মো. মহিন নগরের খুলশি থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
শুক্রবার দুপুর দেড়টার দিকে আকবর শাহ থানার সিটি গেইট শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই শীলব্রত বড়ুয়া মাহিনের পরিবারের বরাত দিয়ে নিউজবাংলাকে বলেন, ‘শুক্রবার দুপুর দেড়টার দিকে মাহিন নিজের বুকে গুলি চালান। পরে দুপুর আড়াইটার দিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘শুক্রবার জুমার আগে মাহিনের বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। জুমার সময় বাবা মসজিদে চলে গেলে নিজ ঘরের দরজা বন্ধ করে বাবার পিস্তল বুকে ঠেকিয়ে গুলি করেন মাহিন। এ সময় গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজা ভেঙে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহিন ২০২০ সালের এইচএসসি পাস করেছেন। শুক্রবার তার মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু তিনি যাননি। তার আত্মহত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।