বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা মে মাসে

  •    
  • ২ এপ্রিল, ২০২১ ০১:০৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, যাচাই-বাছাইকালে যেসব আপিল ছিল, সেগুলোর শুনানি শেষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। ইতিমধ্যে ২৬ মার্চ একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী মে মাসে মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সরকার। যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়ে গেছে। এখন শুধু আপিল শুনানির কাজ চলছে। ৩০ জুনের পর নতুন করে আবেদন করার সুযোগ নেই।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘আমিই বঙ্গবন্ধু’ নামে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা কবে নাগাদ প্রস্তুত হবে এমন প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যাচাই-বাছাইয়ের পর্যায়ে আর এটা নাই। ইতিমধ্যে ২৬ মার্চ আমরা তালিকা প্রকাশ করেছি। তবে যাচাই-বাছাইকালীন যেগুলো আপিল ছিল, সেই আপিলগুলো সব শোনা হয় নাই। আমরা সেটা ডেডলাইন দিয়েছি।

‘যেগুলো শুধু গেজেট ছিল, সেগুলো আগামী ৩১ এপ্রিলের মধ্যে প্রকাশ করব এবং আপিল যা আছে সমস্ত শেষ করে মে মাসে আমরা প্রকাশ করব। ৩০ জুনের পরে নতুনভাবে কারও আবেদন করার কোনো সুযোগ নাই। এখনও আবেদন করার কোনো সুযোগ নাই। আপিল শুনানির জন্যই সামনে আর দুই-তিন মাস আছে। নতুনভাবে হওয়ার আর কোনো সুযোগ নাই।’

প্রকৃত মুক্তিযোদ্ধা যাদের ডিজি নম্বর পড়েনি, তাদের ব্যাপারে কী করা হবে, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ডিজি নম্বর যদি পড়ে না থাকে, ওনাদের তিন বছর তিনবার সময় বাড়িয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেগুলো বারবারই ব্যাপকভাবে প্রচার করেছি, যে অনলাইনে আবেদন করতে হবে। সেখানে প্রেসক্রাইবড ফর্ম ছিল, যাতে তিনি কোথায়, কীভাবে যুদ্ধ করেছেন তার একটা বর্ণনা থাকে। যদি কেউ সুযোগ গ্রহণ করে না থাকে…একটু আগে আপনারাই প্রশ্ন করলেন যে, এটা কি অনন্তকাল চলবে? ৫০ বছর হয়ে গেছে। তারপরও যদি আমরা আবেদন নিতেই থাকি তাহলে সমাধান কোথায়?’

প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিষয়ে মন্ত্রী বলেন ‘আমাদের একটাই শুধু দেখার বিষয়, যে কার সহযোদ্ধা? তার সাথে যদি কমপক্ষে তিনজন সহযোদ্ধা বলে যে, আমার সাথে ট্রেনিং গ্রহণ করেছে বা আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এটাই যথেষ্ট। অন্য কোনোরকম কোনো কাগজপত্রের দরকার নাই।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে ১৫-২০ লাখ বাদ দিলে সকলেই মুক্তিযুদ্ধ সমর্থন করেছেন। আমাদের মা, বাবা, আত্মীয়স্বজন, দেশবাসী সবাই। খুবই একটি ক্ষুদ্রতম অংশ ছাড়া সবাই মুক্তিযুদ্ধের সহযোগী ও সহায়ক শক্তি। এটা বঙ্গবন্ধু বলে গেছেন।’

এর আগে মন্ত্রী প্রদর্শনীতে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও দেশের জন্য তার আত্মত্যাগের একটি অডিওভিজুয়্যাল দেখেন। পরে মন্ত্রী দেশের ৬৪ জেলায় বিএনসিসির করোনা সচেতনতামূলক কার্যক্রমের একটি সচিত্র ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

এ সময় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খানসহ ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর