বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউপি সদস্যের বাড়ি থেকে গুলি, ইয়াবা উদ্ধার, মামলা

  •    
  • ১ এপ্রিল, ২০২১ ২২:৪৭

৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান শফিক। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে পুলিশ।

কুমিল্লায় সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যর বাড়ি থেকে পিস্তলের গুলি, ইয়াবাসহ নানা ধরনের মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার নামে দুটি মামলা করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে পুলিশ।

এর আগে কুমিল্লা সদর উপজেলার ৫ নম্বর পাঁচথুবী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম পাগলা শফিকের বাড়িতে বৃহস্পতিবার সকালে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান নিউজবাংলাকে জানান, ইউপি সদস্য শফিকের বাড়িতে মাদক ও অস্ত্র আছে, এমন তথ্যের ভিত্তিতে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একটি ফোর্স অভিযান চালায়। এ সময় বাড়ির দরজার বাইরে থেকে তালা দেয়া ছিল। অনেক ডাকাডাকির পর শফিকের স্ত্রী দরজা খুলে দিলে তল্লাশি শুরু হয়। একপর্যায়ে শৌচাগারের ফলস ছাদে ৫৮০টি ইয়াবা, ৬টি গুলি, ১৯টি যৌন উত্তেজক টেবলেট ও ২৬টি বিয়ারের খালি ক্যান উদ্ধার করা হয়।

এদিকে কোতোয়ালি থানায় খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালে তার বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা রয়েছে।

এ ঘটনায় বিব্রত ওই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল নিউজবাংলাকে জানান, ‘ইউপি সদস্য শফিকের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতার বহু ঘটনা রয়েছে। রাজনীতির আড়ালে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় প্রশাসনের কাছে তার বিরুদ্ধে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।’

এ বিভাগের আরো খবর